news

অর্থনীতি শুধু ধনীদের স্বার্থে ব্যবহৃত হলে ইনসাফ প্রতিষ্ঠা হবে না : বাংলাদেশ ব্যাংক আয়োজিত সীরাত মাহফিলে শায়খ আহমাদুল্লাহ

১৮ অক্টোবর, ২০২৫, দুপুর ০৪:১৩

শায়খ আহমাদুল্লাহ

গত (১৪ অক্টোবর, মঙ্গলবার) বাংলাদেশ ব্যাংকের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে পবিত্র সিরাতুন্নবী (সা.) মাহফিল। এতে প্রধান আলোচকের বক্তব্য দেন বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব, লেখক, আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।


শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘ইসলাম শুধু ইবাদতের ধর্ম নয়, ইসলাম ন্যায়, ইনসাফ ও মানবকল্যাণের এক পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। অর্থনীতি, কর্মক্ষেত্র, লেনদেন, প্রশাসন ও জীবনের সর্বক্ষেত্রে নৈতিকতার বাস্তবায়নই হলো প্রকৃত ইসলামি চেতনা। এক্ষেত্রে আমাদের প্রোজ্জল দৃষ্টান্ত সাহাবায়ে কেরাম। সাহাবিদের অর্থনৈতিক স্বচ্ছতা উম্মহর জন্য অবশ্য অনুসরণীয়।’

আলোচনা করছেন শায়খ আহমাদুল্লাহ
এছাড়াও তিনি সততা, আমানতদারিতা ও ন্যায়সঙ্গতভাবে জীবন পরিচালনার জন্য সীরাতের আলোকে দিকনির্দেশনামূলক আলোচনা পেশ করেন। সেই সাথে ইনসাফ ও শরিয়াহভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার বাস্তবায়নেরও আহ্বান জানান তিনি।


উপস্থিত ব্যাংকের কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, আমাদের দেশে এমনকি বিশ্বজুড়ে এই যে এত দারিদ্র্য, এত ইনজাস্টিস, এত বাই ডিফল্ট অর্থ সম্পদ যে একটা নির্দিষ্ট শ্রেণির মানুষের হাতে চলে যাচ্ছে, এটা প্রচলিত ইকোমিক সিস্টেমের ত্রুটি কি না, সেটা আমাদের খুঁজে বের করতে হবে।

শায়খ আহমাদুল্লাহকে রিসিভ করছেন বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা
তিনি আরও বলেন, পৃথিবীজুড়ে যে ব্যাংকিং সিস্টেম দাঁড়িয়ে আছে তা সত্যিকার অর্থে দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখছে নাকি সর্বস্তরের সাধারণ মানুষের অর্থ-সঞ্চয় নিয়ে ধনী, প্রভাবশালী ব্যক্তি-গোষ্ঠী এবং করপোরেশনগুলোকে শক্তিশালী করা, তাদের বাণিজ্য সম্প্রসারণ এবং আরও পাওয়ারফুল করার কাজে ব্যবহৃত হচ্ছে—এই প্রশ্নও নিজেদের প্রতি রাখতে হবে।


শায়খ আহমাদুল্লাহ বলেন, রাজনৈতিক বা মতাদর্শিক স্বার্থে যেন ব্যাংকব্যবস্থা ব্যবহৃত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। তবেই সীরাতে রাসুলের আলোকে সত্যিকারের ইনসাফ প্রতিষ্ঠা হবে।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরী। সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় মসজিদ কমিটির সভাপতি মো. আনিচুর রহমান, অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন।