সংবাদ | বিশ্ববিদ্যালয়ে আলোচনা

videocard
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্যালেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামে শায়খ আহমাদুল্লাহ

২০ মার্চ, ২০২৩

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর উদ্যোগে WAMY' র (A member of UN NGO) সহযোগিতায় ১৪-১৬ মার্চ, তিনদিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে ট্যালেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম। প্রধান অতিথি হিসেবে অনু্ষ্ঠানটি উদ্বোধন করেন আইআইইউসি'র বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান চট্টগ্রামের ১৫ আসনের মাননীয় সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি। বিশেষ অতিথি উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, কী নোট স্পীকার মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মূখ্য সচিব ভ. আবদুল করিম, উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দ্বীন মোহাম্মদ। কর্তৃপক্ষের আমন্ত্রণে উক্ত অনুষ্ঠানের দ্বিতীয় দিন ১৫ মার্চ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। বিওটি সদস্য ও ফাইনান্স কমিটি চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সেশনে কী নোট স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন তিনি। অনুষ্ঠানে শ্রোতা হিসেবে অংশ নিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের ১৭ হাজার শিক্ষার্থী থেকে নির্বাচিত ১০০ মেধাবী শিক্ষার্থী। একটি প্রজন্মের চিন্তা ও মেধার প্রতিনিধিত্ব করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এমন মেধাবী ও সচেতন শ্রোতাদের সামনে চিন্তার আদান-প্রদান করতে পারাটা যে কোনো স্পিকারের জন্যই আনন্দের। নির্বাচিত তরুণ প্রজন্মের সামনে চিন্তা বিনিময় এবং ঘণ্টাব্যাপী বক্তব্য রাখার মুহূর্তটি দারুণ উপভোগ করেছেন শায়খ আহমাদুল্লাহ। সেমিনারের প্রশংসা করে তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন : যুবশক্তিকে সঠিক ও ইতিবাচক পথে পরিচালিত করতে কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যায়ে নিয়মিত বিরতিতে এই ধরনের সেমিনারের আয়োজন খুব জরুরি। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন উদ্যোগ প্রশংসনীয়। বক্তব্য শেষে দিনব্যাপী ওয়ার্কসপ, ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টও অনুষ্ঠিত হয়।