সংবাদ | শিশুর পরিচর্যা

videocard
এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য নাসীহা প্রোগ্রাম অনুষ্ঠিত

আলহামদু লিল্লাহ, শিক্ষার্থীদের আনন্দঘন উপস্থিতিতে সম্পন্ন হলো এসএসসি ও দাখিল উত্তীর্ণদের নাসীহা প্রোগ্রাম।কলেজের নতুন পরিবেশে গিয়ে শিক্ষার্থীরা যেন শেকড়চ্যুত না হয়, সে জন্যই আস-সুন্নাহ ফাউন্ডেশন এই নাসীহা প্রোগ্রামের আয়োজন করে। ডা. নাবিল আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত মাদরাসাতুস সুন্নাহর মাঠে অনুষ্ঠিত নাসীহা প্রোগ্রামে ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনা করেন সফল উদ্যোক্তা ও মোটিভেশনাল স্পিকার মাহমুদুল হাসান সোহাগ; বিশিষ্ট চিকিৎসক ও পড়াশোনা বিষয়ক পরামর্শক ডা. নাবিল; শিশু-কিশোর মনোরোগ বিশেষজ্ঞ ডা. মাসুদ রানা; মনোরোগ বিশেষজ্ঞ তানভীর রহমান শাহ; বিশিষ্ট আলেম শায়খ আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ; বিশিষ্ট উপস্থাপক মুফতী সাইফুল ইসলাম; প্রকৌশলী নাহিদ হাসান এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাব্বির আহমদ। অনুষ্ঠানে ক্বিরাত পরিবেশন করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্বারী সাইদুল ইসলাম আসাদ। নাশীদ পরিবেশন করেন শিল্পী বদরুজ্জামান। মাহমুদুল হাসান সোহাগ নাসীহা প্রোগ্রামে বিশেষজ্ঞগণ যে সকল বিষয়ের ওপর আলোচনা করেছেন, তারমধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো: মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি : ইসলাম ও চিকিৎসাবিজ্ঞানের আলোকে নির্দেশনা, ইন্টারনেট আসক্তি ও অবৈধ সম্পর্ক থেকে আত্মরক্ষার উপায়, হতাশা ও আত্মহত্যা থেকে সুরক্ষার ‍উপায়, তারুণ্য বিধ্বংসী মাদকের ভয়াবহতা, উদ্যোক্তা হিসেবে বেড়ে উঠতে করণীয় ইত্যাদি। শিক্ষার্থীদের সঙ্গে অতিথিরা অনুষ্ঠানে শায়খ আহমাদুল্লাহ শিক্ষার্থীদের নীতিবান মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে উৎসাহিত করেন। প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি ধর্মীয় জ্ঞানার্জন ও তদনুযায়ী জীবন পরিচালনা করার উপদেশ দেন। শায়খ আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ স্কুল জীবনে শিক্ষার্থীরা বাবা-মার চেনা গণ্ডির মধ্যে থাকে। কিন্তু কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তারা ধীরে ধীরে বাবা-মার বৃত্ত থেকে বের হতে থাকে। এ সময় তাদের জীবনে আসতে শুরু করে তীব্র উত্তেজক, নিষিদ্ধ বিষয়সমূহ। এ সময় তাদেরকে যদি সঠিক পথে পরিচালিত করা না যায়, যদি তারা একবার পথহারা হয়ে যায়, তবে সেই নষ্ট গলি থেকে ফিরে আসা তাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে যায়। তাই এই সময়টাতে সন্তানের যত্ন নেওয়া, তাকে সময় দেওয়া, তার গতিবিধি পর্যবেক্ষণ করা সমাজের সবার গুরুদায়িত্ব। এ বিষয়টি বিবেচনা করে আস-সুন্নাহ ফাউন্ডেশন নাসীহা প্রেগ্রামের উদ্যোগ গ্রহণ করে। কুরআন তিলাওয়াত করছেন ক্বারী সাইদুল ইসলাম আসাদ