সংবাদ | Category-2

videocard
নবীন উদ্যোক্তাদের নিয়ে নসীহা সেশন

২৭ আগস্ট, ২০২২

গত ২৮ সেপ্টেম্বর, ২০২১ রোজ মঙ্গলবার বাদ ফজর আস-সুন্নাহ ফাউন্ডেশন নবীন উদ্যোক্তা সম্মাননা ২০২১-এ নির্বাচিত নবীন উদ্যোক্তাদের নিয়ে নসীহা সেশন আয়োজন করা হয়। জুম-এর মাধ্যমে আয়োজিত দিকনির্দেশনামূলক নসীহা সেশনে উপস্থিত ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ, আইএফএ কনসালটেন্সির সহ-প্রতিষ্ঠাতা মুফতী ইউসুফ সুলতান ও সরোবর-এর চীফ মার্কেটিং অফিসার শরীফ আবু হায়াত অপু প্রমুখ।   শায়খ আহমাদুল্লাহর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। স্বাগত বক্তব্যে তিনি কাকডাকা ভোরে অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য উদ্যোক্তাদেরকে ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি দৃঢ়তার সঙ্গে, দক্ষতা বাড়িয়ে পেশাদারিত্বের সঙ্গে ব্যবসা পরিচালনার আহ্বান জানান। হালাল উপায়ে রিযক অনুসন্ধানের গুরুত্ব ও নতুন উদ্যোগ গ্রহণের গুরুত্বসহ ব্যবসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তিনি মূল্যবান আলোচনা করেন।   শরীফ আবু হায়াত অপু মার্কেটিং সম্পর্কে আলোচনা করেন। তিনি আলাদা আলাদা করে প্রোডাক্ট প্রমোশন ও প্রাইজ ইত্যাদি ক্ষেত্রে কীভাবে ইসলামী শরীয়াহ মেনে চলা উচিত এবং কোন্ কোন্ ক্ষেত্রে সাধারণত উদ্যোক্তা ও ব্যবসায়ীরা ভুল করেন ও শরীয়াহ লঙ্ঘন করেন— সে ব্যাপারে আলোচনা করেন। বিষয়টিকে তিনি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেন।   মুফতী ইউসুফ সুলতান শরয়ী দৃষ্টিকোণ থেকে ব্যবসার যে দিকগুলো মনে রাখা অত্যন্ত জরুরি, সে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেন। গ্রাহকদের হক প্রদানের ক্ষেত্রে কোন্ কোন্ বিষয়ে ব্যত্যয় ঘটতে পারে এবং তা কীভাবে পরিপূর্ণরূপে রক্ষা করা যায়, এ বিষয়ে তিনি সবিস্তার আলোচনা করেন। যেসব ক্ষেত্রে ব্যবসার অংশীদারদারদের হক নষ্ট হয়ে থাকে, সে ব্যাপারেও তিনি আলোচনা করেছেন। মুদারাবা ও মুশারাকার মূলনীতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করেছেন।   অতিথিদের আলোচনার পর ঘণ্টাব্যাপী প্রশ্নোত্তর সেশন অনুষ্ঠিত হয়। এই পর্বে উদ্যোক্তারা শরয়ী ও মাঠপর্যায়ের নানা সমস্যা সম্পর্কে প্রশ্ন করেন। শায়খ আহমাদুল্লাহ-সহ সম্মানিত বিচারকগণ তাদের প্রশ্নের জবাব দেন।   নির্বাচিত উদ্যোক্তাগণ স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। তারা উপস্থিত আলেমদের আন্তরিক নসীহা যথাসাধ্য মেনে চলার অঙ্গীকার করেছেন। আল্লাহ তাদের তাওফিক দান করুন।

videocard
My News - 1 (bangla)

৮ জানুয়ারী, ২০২৫

News - 1 Content (bangla)