
দাওয়াতি কাজে মালয়েশিয়া সফরে শায়খ আহমাদুল্লাহ
১৮ অক্টোবর, ২০২২, রাত ১২:০০
শায়খ আহমাদুল্লাহ
দীনি দাওয়াতের অংশ হিসেবে মালয়েশিয়া সফর করলেন শায়খ আহমাদুল্লাহ। মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণে তিনি মালয়েশিয়া সফর করেন এবং কয়েকটি গুরুত্বপূর্ণ কনফারেন্সে আলোচনা করেন।
মূলত গত আগস্ট মাসের শুরুর দিকে বাংলাদেশি মুসলিম কমিউনিটি মালয়েশিয়া কতৃক আয়োজিত ইসলামিক কনফারেন্সে অংশগ্রহণ এবং দেশটির গ্র্যান্ড মুফতী, জাতীয় মসজিদের খতীবসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের কথা ছিল। শেষ পর্যন্ত শায়খের পিতার মৃত্যুর কারণে সেটি আর সম্ভব হয়নি।
পরবর্তীতে অক্টোবর মাসের শুরুর দিকে পুনরায় আমন্ত্রিত হয়ে তিনি কয়েকটি কনফারেন্সে যোগদানের জন্য মালয়েশিয়া গমন করেন।
৮ অক্টোবর ‘বাংলাদেশি পিপলস ওয়েলফেয়ার এসোসিয়েশন’ নর্থ জোন মালয়েশিয়া কর্তৃক আয়োজিত তাফসীর প্রোগ্রামে তিনি অংশগ্রহণ করেন। এখানে আরো আলোচিক ছিলেন ড. মিজানুর রহমান আজহারী। মালয়েশিয়ার ইতিহাসে সর্বোচ্চ প্রবাসীদের উপস্থিতি ছিল এই প্রোগ্রামে। এখানে প্রায় ২০ হাজার শ্রোতার সমাগম ছিল। শায়খ আহমাদুল্লাহ এই অনুষ্ঠানে সূরা নাহালের ১২৫-১২৮ নম্বর আয়াতের তাফসীর পেশ করেন। তাফসীরের পরে তিনি উপস্থিত শ্রোতাদের বিভিন্ন দীনি প্রশ্নের উত্তর দেন।
৯ অক্টোবর তিনি জহুর বারুর অস্টিন ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত সীরাহ কনফারেন্সে যোগদান করেন। এখানকার বাংলাদেশি মুসলিম কমিউনিটি অনুষ্ঠানটির আয়োজন করেন। এতে প্রধান আলোচক ছিলেন জহুর প্রদেশের সাবেক মুফতী ও জহুর সুলতানের ধর্মীয় উপদেষ্টা দাতু ড. নুহ বিন গাদুত। এছাড়াও আলোচনা করেছেন ড. মিজানুর রহমান আজহারী। এখানে শায়খ আহমাদুল্লাহ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর ১৫টি বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেন। সব শেষে তিনি উন্মুক্ত প্রশ্নোত্তর সেশনে অংশ নিয়ে শ্রোতাদের প্রশ্নের উত্তর দেন। এখানে ৩ হাজার শ্রোতা উপস্থিত ছিলেন।
১০ অক্টোবর তিনি কুয়ালালামপুরের ম্যানহাটন বলরুম, বেরজায়া টাইমস স্কয়ারে দ্বিতীয় ইসলামিক কনফারেন্স ২০২২-এ অংশগ্রহণ করেন। বাংলাদেশি মুসলিম কমিউনিটি আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনা করেন ড. মিজানুর রহমান আজহারী ও মুফতী ইউসুফ সুলতান।