news

প্রবাসীদের আমন্ত্রণে জাপানে শায়খ আহমাদুল্লাহ

২১ সেপ্টেম্বর, ২০২২, রাত ১২:০০

শায়খ আহমাদুল্লাহ

প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণে জাপানে সফর করেছেন বিশিষ্ট দা'য়ী ও ইসলামী ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ। তিনি প্রবাসীদের আয়োজনে বিভিন্ন মাহফিলে বয়ান করেন।

জাপান-প্রবাসী বাংলাদেশিদের স্বেচ্ছসেবী সংস্থা ওয়ামস জাপানের উদ্যোগে ২০১৯ সালের ১৩ থেকে ১৬ সেপ্টেম্বর চার দিনের ইসলামিক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। এতে প্রধান আলোচক হিসেবে যোগ দেন শায়খ আহমাদুল্লাহ।

১৩ সেপ্টেম্বর শুক্রবার টোকিওর কামাতা মসজিদে, ১৪ সেপ্টেম্বর ওঝি এলাকার হকতোপিয়া কনভেনশন হলে, ১৫ সেপ্টেম্বর জাপানের সীমান্তবর্তী এলাকা তাইয়্যেমা শি’র সিটি করপোরেশন মিলনায়তনে এবং ১৬ সেপ্টেম্বর টোকিওর চিবা মসজিদে শায়খ আহমাদুল্লাহ প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে ইসলামি আলোচনা করেন। এসব আলোচনায় উপস্থিত দর্শকদের বিভিন্ন জিজ্ঞাসার জবাবও দেন তিনি।

প্রবাসীদের আয়োজিত প্রতিটি অনুষ্ঠানে উপস্থিতি ছিল উপচেপড়া। প্রতিটি অনুষ্ঠান প্রবাসীদের মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানগুলোতে স্থানীয় বাংলাদেশি মসজিদগুলোর ইমাম এবং গণ্যমান্য কমিউনিটি নেতারা অংশ নেন।