ড্যাফোডিল ইউনিভার্সিটিতে শায়খ আহমাদুল্লাহ
১ অক্টোবর, ২০২৪, রাত ১২:০০
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষার্থীদের মধ্যে মহানবী (সা.)-এর জীবনাদর্শ ও তার দেয়া শিক্ষার আলো ছড়ানোর মাধ্যমে একটি সত্য ও সুন্দর জীবন পরিচালনা করার জন্য অনুপ্রাণিত করতে ড্যাফোডিল ইন্টারন্যাশানাল ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীদের ব্যবস্থাপনায় আয়োজিত হয়েছে মুহাম্মদ (সা.) এর জীবন ও শিক্ষা শীর্ষক সেমিনার। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. এস এম মাহবুব উল হক মজুমদারর সভাপতিত্বে সেমিনারে শায়খ আহমাদুল্লাহ বলেন, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন, আমাদের প্রিয়নবী মুহাম্মদ (সা) মানবতাকে ধ্বংসের অতল থেকে উন্নতির চরম শিখরে তুলে আনেন। তিনি বলেন, আল্লাহর রাসুলের জীবনে রয়েছে উত্তম আদর্শ ও অনুপম দৃষ্টান্ত। আমাদের প্রিয় নবীর জীবন যাপন পদ্ধতি সমগ্র বিশ্বের সকল মানুষের জন্য এর চেয়ে উত্তম আদর্শ আর কিছুই হতে পারে না। তিনি শিক্ষার্থীদের মহানবী (সা.)-এর জীবনাদর্শকে জীবনের অবলম্বন হিসাবে গ্রহণ করে মহানবীর জীবন বিধান ও ভালো দিকগুলো দিয়ে জীবনকে আলোকিত করার আহ্বান জানান।
ড্যাফোডিল ইসলামিক সেন্টার মূলত মুসলিম সম্প্রদায়ের জন্য পবিত্র কুরআন এবং নবী মুহাম্মদের সুন্নাহর উপর ভিত্তি করে বিস্তৃত ইসলামী জীবনধারা প্রচার করে থাকে। এজন্য এই সেন্টারের আওতায় বিভিন্ন ধরনের কোর্স অফার করা হয়ে থাকে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ড. মুখতার আহমদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফ্যাকাল্টির শিক্ষকগণ উপস্থিত ছিলেন।