দাওয়াহ প্রশিক্ষণ ও দা‘য়ী সম্মেলন-২০২৪
২০ মার্চ, ২০২৪, রাত ১২:০০
শায়খ আহমাদুল্লাহ
সফলভাবে সমাপ্ত হয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন দাওয়াহ প্রশিক্ষণ কর্মশালা ও দাঈ সম্মেলন ২০২৪। তৃতীয়বারের মতো অনুষ্ঠিত তিনব্যাপী দাওয়াহ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন ৬৫ জন মেধাবী দাঈ, ইমাম, খতীব ও মাদারাসা শিক্ষক। আস-সুন্নাহ ফাউন্ডেশন অডিটোরিয়ামে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় যে বিষয়গুলোর ওপর প্রশিক্ষণ দেয়া হয় তার মধ্যে উল্লেখযোগ্য হলো: ইফেক্টিফ দাওয়াহ : পথ ও পদ্ধতি, পাবলিক স্পিকিং, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, ইমোশনাল ইন্টেলিজেন্স, ধর্মত্যাগ ও পশ্চিমা সংস্কৃতির বিভ্রম, দাওয়াহ ও মনস্তত্ত্ব, মনোবিজ্ঞানের প্রাথমিক ধারণা, লিডারশিপ, টাইম ম্যানেজমেন্ট, তুলনামূলক ধর্মতত্ত্ব ইত্যাদি। এতে প্রশিক্ষণ প্রদান করেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মান নির্ণয় সেলের অতিরিক্ত পরিচালক জুনায়েদ মুনির, ওমর আল জাবির, সাবিত রায়হান, শরীফ মুহাম্মদ, শরীফ আবু হায়াত অপু প্রমুখ।

তিনদিনের এই কর্মশালা শেষে পরদিন আস-সুন্নাহ ফাউন্ডেশন মিলনায়তনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় দাঈ সম্মেলন। নতুন প্রশিক্ষণার্থী-সহ বিগত দুই ব্যাচের প্রশিক্ষণার্থীরা উপস্থিত হন এই সম্মেলনে। দিনভর চলে দাঈদের মাঝে আলাপচারিতা, মতবিনিময় ও আলোচনা।

দাঈ সম্মেলনে দাঈদের উদ্দেশে মূল্যবান নসিহত পেশ করেন প্রাজ্ঞ আলেম, মাদরাসা দারুর রাশাদের পরিচালক মাওলানা সালমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. গিয়াস উদ্দীন তালুকদার, প্রবীণ আলেম ও সাংবাদিক মাওলানা লিয়াকত আলী, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ, জনপ্রিয় আলোচক, খতীব আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, তরুণ আলেম, গবেষক মুহিউদ্দীন ফারুকী।

উল্লেখ্য, এদেশে দাঈদের প্রশিক্ষণ না থাকায় দাওয়াহর ময়দানে প্রায়ই অস্থিরতা, বিশৃঙ্খলা, বাগযুদ্ধ, বাগড়ম্বরতা পরিলক্ষিত হয়, যা সাধারণ মুসলমানকে বিভ্রান্ত করে আর বিশেষ একটি মহল এতে পেয়ে যায় ইসলামের ছিদ্রান্বেষণের সুযোগ।

এই সংকট নিরসনে আস-সুন্নাহ ফাউন্ডেশন নিয়মিত আয়োজন করে থাকে দাওয়াহ প্রশিক্ষণ কর্মশালা।

প্রশিক্ষণের মাধ্যমে দাওয়াহর ময়দানকে অবিতর্কিত, সুশৃঙ্খল, সুসংহত ও সুশোভিত করা এই কর্মশালার মূল লক্ষ্য।