social post cover

পাঠ্যপুস্তকে বিতর্কিত শরীফার গল্প বাতিলের সুপারিশ

১৮ মে, ২০২৪, রাত ১২:০০

আলহামদুলিল্লাহ, অবশেষে পাঠ্যপুস্তকে বিতর্কিত শরীফার গল্প আর থাকছে না।
গুরুত্বপূর্ণ এ কাজটির পেছনে ভূমিকা রাখায় সংশ্লিষ্ট সবাইকে মহান আল্লাহ উত্তম বিনিময় দান করুন। বিশেষ করে পর্যালোচনা কমিটির আহবায়ক ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্জ ডক্টর মুহাম্মদ আব্দুর রশীদ, ডক্টর মাওলানা কফীলুদ্দীন সরকার সালেহী সহ সংশ্লিষ্টদেরকে ধন্যবাদ জানাই। মহান আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন।
সরকারকে ভুল বুঝিয়ে তৃতীয় লিঙ্গের মানুষের অধিকারের নামে যারা সমকামিতাকে ছড়িয়ে দিতে চেয়েছিল, তাদের প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় আমরা আনন্দিত। এখন প্রয়োজন দ্রুত বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা।
ভবিষ্যতেও তাদের চক্রান্তের ব্যাপারে সংশ্লিষ্টগণ সতর্ক থাকবেন বলে আমরা আশা রাখি। কিছুটা বিলম্বে হলেও বিতর্কিত গল্পটি বাদ দেওয়ার এ সিদ্ধান্তে আমরা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। স্বাস্থ্য সুরক্ষা বইসহ আরো যেসব বইয়ে পরিকল্পিতভাবে বিষ ঢুকানো হয়েছে সেগুলোর সংশোধনী আনাও জরুরী।