
শব্দসন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন
১ জানুয়ারী, ২০২৪, রাত ১২:০০
শব্দসন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন। উম্মাদনায় লিপ্ত বিবেক-বিবেচনাহীন উছৃঙ্খল তরুণদের থামাতে প্রতিটি সমাজ থেকে ঐক্যবদ্ধ পদক্ষেপ নিন। তাদের কাউন্সেলিং করুন। প্রয়োজনে আপনার অভিযোগ ৯৯৯-এ ফোন করে জানান। এতে গুটিকয় উছৃঙ্খল তরুণের উম্মাদনা ও বুনো উল্লাসে দেশের মানুষ কতটা অতিষ্ঠ, সেটা প্রশাসন আরো ভালোভাবে আঁচ করবে।
ধর্ম, রাজনীতি কিংবা বিয়ে-বিনোদন—যে নামেই হোক, মানুষকে অতিষ্ঠ করে, এমন বিকট আওয়াজ সভ্য সমাজে অগ্রহণযোগ্য।