
ইসরায়েলের সঙ্গে যুক্ত ব্র্যান্ড বর্জন
১ জানুয়ারী, ২০২৪, রাত ১২:০০
বিদেশি ব্র্যান্ডের পরিবর্তে দেশি ব্র্যান্ডের পণ্য কেনা হয়তো সব সময় সম্ভব হয় না, কিন্তু চেষ্টা করলে মানুষ পারে না এমন কিছু নেই।
যাদের তৈরি পণ্য ধ্বংসদূত হয়ে নিরীহ মানুষের উপর পতিত হয়, তাদের পণ্য না কেনা আমাদের মতো অক্ষম লোকদের সবচেয়ে কার্যকর প্রতিবাদ।
আমার বয়কটের কারণে কিছু হোক বা নাহোক, আমার ন্যূনতম কর্তব্য পালন তো হবে! আর সচেতনতা তৈরি করে এটাকে সামাজিক আন্দোলনে পরিণত করা গেলে সেটা যে কতটা কার্যকরী হয়ে ওঠে, তা মধ্যপ্রাচ্যের বাজারের দিকে তাকালে সহজেই বোঝা যায়।
আসুন, অত্যাচারীদের সকল ব্র্যান্ড বর্জনের সাধ্যমত চেষ্টা করি।